দেবেরপাড় চন্দ্রা, জামালপুর সদর।
জামালপুর রেল স্টেশন থেকে অটো অথবা রিক্সা যোগে আসা যায়। এছাড়া, রাজীব বাসস্ট্যান্ড থেকে অটো অথবা রিক্সা যোগে এখানে যাওয়া যায়।
0
খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে বৌদ্ধ ধর্মের বিস্তার রোধ হয়ে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটে। পশ্চিম ময়মনসিংহ অঞ্চলে হিন্দু শাসনামলের ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টীয় দশম শতাব্দীতে বাংলার পাল বংশের আবির্ভাব হয়। দশম শতাব্দীর শুরু থেকে একাদশ শতাব্দীর প্রথম পর্যায় প্রায় ১২০ বছর পাল রাজাগণ শাসন করেছেন। দশম ও একাদশ শতাব্দীতে ময়মনসিংহের দক্ষিণ অংশ বর্তমান কাপাসিয়ায় শিশুপাল, আটিয়যাতে যশোপাল পশ্চিমাংশে মধুপুরে ভগদত্ত এবং বংশ নদীর পাড়ে রায় পুরায় রাজা হরিশ্চন্দ্র পালের ক্ষুদ্র রাজ্য ছিল। এখানে উল্লেখ্য যে, গুপ্ত বংশের পতনের পর ময়মনসিংহ জেলা কামরূপ রাজ্যের অধীনস্ত হয়। এই রাজ্যটি ছিল পালদের অধীন। পরে ব্রহ্মপুত্রের পূর্বভাগ কামরূপ ও পশ্চিম ভাগ সেন রাজাদের শাসনভূক্ত হয়। এই অঞ্চলে প্রচলিত আছে যে, জামালপুর চন্দ্রা দেবের পাড় দিঘীটি রাজা হরিশচন্দ্র পালের আমলে খনন করা হয়েছিল। এই প্রাচীন দীঘি রাজা হরিশ চন্দ্রের দীঘি নামেও পরিচিত। দিঘির মনোরম পরিবেশ আর বৃক্ষরাজির শোভায় মুগ্ধ হবেন যে কেউ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস