জামালপুর জেলার জামালপুর সদর উপজেলাটি ২৪০ .৪২' উত্তর এবং ৮৯০ ৫২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এই উপজেলায় মৌসুমী জলবায়ু প্রবাহিত হওয়ায় তাপমাত্রা সর্বদা উষ্ণ, আর্দ্র ও নাতিশীতোষ্ণ থাকে। সারা বছর মধ্যম মানের শীত ও গরম অনুভূত হয়; আবহাওয়া ততটা চরমাভাবাপন্ন নয়। এখানে শীতকালে প্রচুর কুয়াশা দেখা যায়। কোনো কোনো বছর নভেম্বর-ফেব্রুয়ারি মাসেও বৃষ্টিপাত হয়। এই সময় গড় তাপমাত্রা ১৫-২৭ ডিগ্রি সে. ও গড় বৃষ্টিপাত ৫৫-১৯২ মিমি থাকে। এ এলাকার মাটি মুলত এটেঁল, বেলে-দোআঁশ ও দোআঁশ সমৃদ্ধ। ফলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল ফলে। এখানকার ৭০% এলাকা সমতল, বাকি অংশ অসমতল ও বনভূমি দ্বারা গঠিত। এই এলাকার সমতল ভূমি পলিসিক্ত ও উর্বর। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৮৭৫ মি.লি. থেকে ১৯৫০ মি.লি। গ্রীষ্মকালে তাপমাত্রা ২৩-৩০ ডিগ্রি সেলসিয়াস থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস