জামালপুর সদর উপজেলায় একটি স্টেডিয়াম রয়েছে। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাকিম এর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে। জেলা ও উপজেলার যাবতীয় খেলাধুলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ জেলার জনপ্রিয় খেলাগুলো হচ্ছে ফুটবল, কাবাডি, ক্রিকেট, হ্যান্ডবল, লাঠিখেলা ইত্যাদি। জামালপুর জেলার ক্রীড়া সংস্থার সাথে প্রায় ১৯ টি ক্লাব জড়িত রয়েছে। এসব ক্লাব জেলা ক্রীড়া সংস্থার কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও, জেলা সদরে একটি টেনিস মাঠ ও ক্লাব রয়েছে। গ্রামীণ মেয়েরা ছি বুড়ি, গোল্লাছুট, দাড়িঁয়া বাঁধা,কানামাছি,এক্কা-দুক্কা খেলে থাকে। বিনোদনের মাধ্যমে হিসেবে রয়েছে বাংলার চিরন্তন ঐতিহ্য যাত্রা, পালা-কীর্তন, জারি ও সার্কাসের প্রচলন। ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে হাডুডু প্রতিযোগিতা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস