Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মুক্তিযুদ্ধে জামালপুর সদর

 

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে জামালপুর সদর

 

মুক্তিযুদ্ধ

মহান স্বাধীনতা সংগ্রামে জামালপুর সদর উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নানাভাবে স্মরণীয় হয়ে আছে। মুক্তিযুদ্ধ চলাকালে জামালপুর অঞ্চলটি ১১নং সেক্টরের অন্তর্ভূক্ত থাকায় এখানে অনেকগুলো স্মরণীয় ঘটনা ঘটেছে। জামালপুর পি.টি.আই’তে আধুনিক অস্ত্র-শস্ত্র সজ্জিত প্রশিক্ষিত পাক বাহিনীর অন্যতম ঘাঁটি ছিল। জামালপুরের পাথালিয়া, পিটিআই, ছনকান্দা, শরীফপুর এবং দিগপাইত এলাকায় ১৯৭১ সালের  ডিসেম্বরে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। এ সব যুদ্ধে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনগণের প্রবল আক্রমণের ফলে পাক হানাদার বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় এবং বহু রাজাকার, আল বদর ও পাক সেনা নিহত হন। মূলত ১৯৭১ সালের ১০ ডিসেম্বর জামালপুর শত্রু মুক্ত হয় এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ ফয়েজুর রহমান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল জামালপুর শহরে প্রথম  স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মরহুম হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থের রচয়িতা। তিনি জামালপুর শহরে মিয়া পাড়ায় অবস্থান করেন  এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যে সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের নাম ও ঠিকানা নিম্নরুপ :

 

জামালপুর সদর উপজেলার গেজেটে প্রকাশিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা

ক্র. নং

পদবী

নাম

পিতার নাম

গ্রাম

ডাকঘর

১।

 নায়েক

সিদ্দিকুর রহমান

মৃত ময়েজ উদ্দিন ভুলক্রমে রহমত আলী হয়েছে

দেওয়ানপাড়া

জামালপুর

২।

 এল.এস

হেলাল উদ্দিন আহম্মেদ

মৃত এ.জে.এম সামস উদ্দিন আহম্মেদ

দেওয়ানপাড়া

             ,,

৩।

      --

গজনবী

নাহার মন্ডল

পাথালিয়া

              ,,

৪।

      --

ইদ্রিস আলী

কেনা শেক

পাথালিয়া

              ,,

৫।

     --

হাবিবুর রহমান

গমেজ শেখ (মেরু শেখ)

চন্দ্রা

              ,,

৬।

 হাবিলদার

গোলাম রসুল

জাবীর খাঁ

বামুন পাড়া

             ,,

৭।

--

হারুন

সেকান্দর আলী

যোগী ঘোপা

             ,,

৮।

       --

দুলাল কুমার দাস

মৃত অজিত কুমার দাস

বসাক পাড়া

             ,,

৯।

 ল্যান্সনায়েক

আব্দুল মজিদ

মোঃ ছাবেদ আলী

শাহপুর

              ,,

১০।

স্যাপার

মোঃ আমজাদ হোসেন

মোঃ হাফিজুর রহমান

নান্দিনা পূর্ব বাজার

নান্দিনা

১১।

সিপাহী

রুস্তম আলী

মফিজ উদ্দিন সরকার

দড়ি হামিদপুর

              ,,

১২।

      --

ওয়াহেদ

 নিতন আলী

খড়খড়িয়া

              ,,

১৩।

      --

আজিজুর রহমান

মহির উদ্দিন

নান্দিনা

               ,,

১৪।

      --

শাহজাহান আলী

আব্দুল জববার সরকার

খড়খড়িয়া

              ,,

১৫।

       --

নাজিম উদ্দিন

হাজী মোহাম্মদ আলী

মহাডাঙ্গা

কালিবাড়ী

১৬।

      --

আয়েজ উদ্দিন

মান্দি শেখ

দমদমা

শৈলেরকান্দা

১৭।

      --

হেলাল উদ্দিন

আবু বক্কর মন্ডল

বাড়ী ঘাঘুরী

মহনপুর

১৮।

     --

মোফাজ্জল হোসেন হোসেন

হোসেন আলী সরকার

মহনপুর

লাহিড়ী কান্দা

১৯।

 হাবিলদার

ঈমাম উদ্দিন

মৃত সাহেব উদ্দিন

চরপাড়া

বারুয়ামারী

২০।

 সিপাহী

মোবারক হোসেন

আফসর আলী

জামিরা

জামিরা নতুন বাজার

২১।

      -

জামাল উদ্দিন

নাসির উদ্দিন

আড়ালিয়া

নরুন্দি

২২।

      -

তোফাজ্জল হোসেন

মৃত নইম ঊদ্দিন

মহনপুর

লাহিড়ীকান্দা

২৩। 

      -

মোঃ ইমান উদ্দিন

মৃত মনির উদ্দিন মৃন্সী

পাবই

পাবই বাজার

 

 

 

 

 

মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরী কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন :