কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ এ ১২:৪৩ PM
কন্টেন্ট: পাতা
| ক্রমিক নং | সেবার নাম (প্রদত্ত সেবা) | সেবা প্রদান পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রাপ্তির স্থান |
| ০১ | কৃষি/অকৃষি খাস জমি বন্দোবসত্ম ও পেরীফেরীভূক্ত হাট-বাজার একসনা বন্দোবসত্ম প্রদান। | উপজেলা ভূমি অফিস হতে প্রসত্মাব প্রেরণের পর উপজেলা নির্বাহী অফিস হতে প্রসত্মাবটি সুপারিশ সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্রায়ন। | সহকারী কমিশনার (ভূমি) হতে প্রসত্মাব প্রাপ্তির পর ৩ (তিন) কার্যদিবসের মাধ্যে। | ১। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ২। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ৩। জেলা প্রশাসকের কার্যালয় |
| ০২ | ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দে গৃহীত প্রকল্প বাসত্মবায়ন কার্যক্রম (টি.আর, কাবিখা, কাবিটা ইত্যাদি) | প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তার নিকট থেকে প্রসত্মাব প্রাপ্তির পর সভায় সিদ্ধামত্ম গ্রহণ করতঃ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ। | প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা হতে প্রসত্মাব প্রাপ্তির পর ৩ (তিন) কার্যদিবসের মধ্যে। | ১। প্রকল্প বাসত্মবায়ন অফিস ২। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ৩। জেলা প্রশাসকের কার্যালয় |
| ০৩ | স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত ও বাসত্মবায়িত প্রকল্প, প্রযোজ্য ক্ষেত্রে ঠিকাদারের বিল/প্রকল্প কমিটির সভাপতির বিল প্রদান। | উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রসত্মাব প্রাপ্তির পর বিল অনুমোদন, প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন। | উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে প্রসত্মাব প্রাপ্তির পর ৩ (তিন) কার্যদিবসের মধ্যে। | ১। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ২। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ৩। জেলা হিসাব রক্ষণ অফিস |
| ০৪ | উপজেলাধীন (পৌর এলাকা ব্যতীত) হাট-বাজার সমূহের বাৎসরিক ইজারা প্রদান। | প্রচলিত হাট-বাজার নীতিমালা অনুযায়ী দরপত্র আহবানের মাধ্যমে । | প্রতি বছরের ১লা বৈশাখের আনুমানিক ২(দু্ই) মাস পূর্বে কার্যক্রম গ্রহণ করা হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ২। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
| ০৫ | উপজেলাধীন ২০ একরের নিমেণর জলমহালসমূহের ইজারা প্রদান। | প্রচলিত জলমহাল ইজারার নীতিমালা অনুযায়ী দরপত্র আহবানের মাধ্যমে। | প্রতি বছরের ১লা বৈশাখের আনুমানিক ২ (দুই) মাস পূর্বে কার্যক্রম গ্রহণ করা হয়। | ১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ২। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ৩। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
| ০৬ | সভাপতি হিসাবে বে-সরকারী কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার বেতন বিল প্রদান ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিবিধ প্রশাসনিক কার্যাবলী। | সরকারী বিধান অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল দাখিলের মাধ্যমে। | শিক্ষাপ্রতিষ্ঠান হতে বেতন বিল প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে এবং যে কোন প্রশাসনিক কাজের প্রসত্মাব প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে। | ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ২। সংশিস্নষ্ট বিভাগ/সংস্থা |
| ০৭ | ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সরকারী অংশের সম্মানী ভাতা প্রদান এবং সচিব ও গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান। | সরকারী বরাদ্দ প্রাপ্তির পর সম্মানী ভাতা বা বেতন ভাতা ব্যাংক থেকে সংগ্রহ কওে সংশিস্নষ্টদের প্রদান করা হয়। | সরকারী বরাদ্দ প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে। | ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
| ০৮ | ধর্ম মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রণালয়, জেলা পরিষদ বিভিন্ন সংস্থা/বিভাগ কর্তৃক বিবিধ অনুদান বিতরণ। | সুফলভোগী কর্তৃক চাহিদা মোতাবেক কাগজ-পত্রাদি দাখিলের পর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অর্থ প্রদান করা হয়। | বরাদ্দ প্রাপ্তির পর বিষয়টি সুফলভোগীকে অবহিত করা হয়। সুফলভোগী কর্তৃক চাহিদা মোতাবেক কাগজ-পত্রাদি দাখিলের পর ৩ (তিন) কার্যদিবসের মধ্যে অর্থ প্রদান করা হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ২। জেলা হিসাব রক্ষণ অফিস ৩। সংশিস্নষ্ট বিভাগ/সংস্থা |
| ০৯ | জেনারেল সার্টিফিকেট অফিসার হিসেবে জেনারেল সার্টিফিকেট মামলা পরিচালনা। | সরকারী দাবী পাওনা আদায় আইন, ১৯১৩ এর বিধান অনুযায়ী। | সংশিস্নষ্ট বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে। | ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় |
| ১০ | মোবাইল কোর্ট পরিচালনা ও রিপোর্ট রির্টাণ প্রেরণ। | তাৎক্ষণিক মামলা আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক সরকারের আদেশ ও বিভিন্ন আইন দ্বারা। | প্রতি সপ্তাহে ১(এক) দিন এবং প্রতিমাসে ৪ (চার) দিন। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। সহকারী কমিশনার (ভূমি) |
| ১১ | হজব্রত পালনের ফরম বিতরণ ও পরামর্শ প্রদান। | আবেদন মোতাবেক উপজেলা নির্বাহী অফিস হতে ফরম, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। | আবেদন প্রাপ্তির সাথে সাথে। | ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ২। জেলা প্রশাসকের কার্যালয় |
| ১২ | স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংক্রামত্ম পরামর্শ, তথ্য ও করণীয় সম্পর্কে সেবা প্রদান। | উপজেলা নির্বাহী অফিসে এসে পরামর্শ চাওয়া হলে পরামর্শ প্রদান করা হয়। | চাহিদা মোতাবেক স্বল্প সময়ে প্রদান করা হয়। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। চেয়ারম্যান, সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ |
| ১৩ | সারের বরাদ্দ প্রদান ও ভর্তুকি সারের প্রতিবেদন প্রেরণ। | উপজেলা কৃষি অফিসার কর্তৃক পরিদর্শন কিংবা সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ। | আগমনী বার্তা প্রাপ্তির দিন। | ১। উপজেলা কৃষি কর্মকর্তা ২। উপজেলা নির্বাহী অফিসার |
| ১৪ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দায়িত্ব পালন। | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল কমিটি কর্তৃক নোটিশ ঈস্খদান সাপেক্ষ পক্ষদ্বয়ের শুনানী গ্রহণ শেষে নিস্পত্তি করা হয়। | অভিযোগ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে। | ১। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩। উপজেলা নির্বাহী অফিসার |
| ১৫ | বাল্য-বিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে দায়িত্ব পালন। | বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান/পরিবার হতে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান বা প্রযোজ্য ক্ষত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ। | অভিযোগ প্রাপ্তি সাপেক্ষ তাৎক্ষনিকভাবে। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩। সংশিস্নষ্ট বিভাগ/সংস্থা
|
| ১৬ | প্রাকৃতিক দূর্যোগ, দুর্ভিক্ষ ও মহামারীর সময় ত্রাণ প্রদান। | প্রাকৃতিক দূর্যোগ, দূর্ভিক্ষ ও মহামারী দেখা দিলে চাহিদা ও যোগান অনুযায়ী ত্রাণ বিতরণ। | দূর্যোগকালীন সময় ও আপদকালীন যেকোন সময়। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা ৩। চেয়ারম্যান, সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ |
| ১৭ | আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদান। | উপজেলাধীন যে কোন স্থানে আইন-শৃঙ্খলায় অবনতি ঘঁটার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন। | অভিযোগ প্রাপ্তি সাপেক্ষতাৎক্ষনিকভাবে। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা |
| ১৮ | উপজেলা পর্যায়ে উন্নয়ন ও প্রশাসনিক কাজের তদারকি। | সরকারী বিধি মোতাবেক উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের পরিকল্পনা গ্রহন ও বাসত্মবায়ন। | অর্থ বছরের শুরম্নতে এবং বছরের যেকোন সময় আবেদন প্রাপ্তি সাপেক্ষ। | ১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ ২। উপজেলা নির্বাহী অফিসার ৩। সংশিস্নষ্ট বিভাগীয় কর্মকর্তা |
| ১৯ | ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেবা প্রদান। | উপজেলা ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং সেবা প্রদান। | সপ্তাহের যেকোন দিন যেকোন সময় কিংবা চাহিদার প্রেক্ষতে তৎক্ষনিকভাবে। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। ইউপি সচিব, সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ ৩। উদ্যোক্তা, সংশিস্নষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
| ২০ | তদমত্ম ও অভিযোগ সংক্রামত্ম সেবা প্রদান। | সরেজমিনে পরিদর্শনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অভিযোগকারীদের লিখিত/মৌখিক বক্তব্য গ্রহণের মাধ্যমে। | প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে ১৫ (পনের) দিনের মধ্যে। | ১। উপজেলা নির্বাহী অফিসার ২। সংশিস্নষ্ট বিভাগীয় কর্মকর্তা |