Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউজিডিপি কার্যক্রমসমূহ

ক. সক্ষমতা উন্নয়ন প্রকল্প (৫ম পর্যায়):   

           ১। স্বাভাবিক প্রসব ও প্রসব পরবর্তীকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে গ্রামীণ ধাত্রীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ 

           ২। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগ্রহী কৃষকদের কফি চাষের কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

           ৩। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেনীকার্যক্রম পরিচালনের জন্য মাধ্যমিক পর্যায়ের গনিত ও ইংরেজী বিষয়ের শ্রেণী শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক প্রশিক্ষণ  

           ৪। উপজেলায় বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীদের  এর দেশীয় প্রজাতির  মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ  

           ৫। জাতীয় তথ্য বাতায়নের উন্নয়নে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক  প্রশিক্ষণ 

           ৬। স্থানীয় পর্যায়ের যানবাহন চালকদের ট্রাফিক ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক প্রশিক্ষণ

           ৭। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজী ও অভিভাবকদের মধ্যে বাল্য-বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


খ. অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৫ম পর্যায়):  

          ১। রানাগাছা ইউনিয়নের খড়খরিয়া নতুন পাড়া গ্রামের পানি নিস্কাশনের জন্য RCC ড্রেন নির্মাণ 

            ২। রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের শ্রেণী কক্ষ নির্মাণ।

            ৩। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ কক্ষ নির্মাণ। 


গ. অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৬ষ্ঠ  পর্যায়):  

             ০১। রানাগাছা ইউনিয়নের নান্দিনা খড়খরিয়া গ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য আরসিসি ড্রেন নির্মাণ। 

             ০২। দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারের ফিস মাকের্ট নির্মাণ। 

             ০৩। ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজারের ফিস মাকের্ট নির্মাণ। 

             ০৪। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন।