কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১২ মে, ২০২১ এ ০৬:০৯ AM
কন্টেন্ট: পর্যটন স্পট
জামালপুর সদর হস্তশিল্পের জন্য বিখ্যাত। এ শহরে তাই হস্তশিল্পের বিপণিবিতানও অনেক। জামালপুর সদর শহরের আশেক মাহমুদ কলেজ সড়কে ও মাদ্রাসা সড়কে এরকম অনেক বিক্রয় কেন্দ্র আছে, যেখানে অনেক কম দামে পাওয়া যাবে জামালপুর সদরে বিখ্যাত নকশি কাঁথা ও সূচিকর্মের বিভিন্ন সামগ্রী।