Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে জামালপুর সদর

জামালপুর জেলার জামালপুর সদর উপজেলাটি ২৪০ .৪২' উত্তর এবং ৮৯০ ৫২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এই উপজেলায় মৌসুমী জলবায়ু  প্রবাহিত হওয়ায় তাপমাত্রা সর্বদা উষ্ণ, আর্দ্র ও নাতিশীতোষ্ণ থাকে। সারা বছর মধ্যম মানের শীত ও গরম অনুভূত হয়; আবহাওয়া ততটা চরমাভাবাপন্ন নয়। এখানে শীতকালে প্রচুর কুয়াশা দেখা যায়। কোনো কোনো বছর নভেম্বর-ফেব্রুয়ারি মাসেও বৃষ্টিপাত হয়। এই সময় গড় তাপমাত্রা ১৫-২৭ ডিগ্রি সে. ও গড় বৃষ্টিপাত  ৫৫-১৯২ মিমি থাকে। এ এলাকার মাটি মুলত এটেঁল, বেলে-দোআঁশ ও দোআঁশ সমৃদ্ধ। ফলে এই অঞ্চলে  প্রচুর পরিমাণে ফসল ফলে। এখানকার ৭০% এলাকা সমতল, বাকি অংশ অসমতল ও বনভূমি দ্বারা গঠিত। এই এলাকার সমতল ভূমি পলিসিক্ত ও উর্বর। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৮৭৫ মি.লি. থেকে ১৯৫০ মি.লি। গ্রীষ্মকালে তাপমাত্রা ২৩-৩০ ডিগ্রি সেলসিয়াস থাকে।